আওয়ার টাইমস নিউজ।
তুরস্কের পার্লামেন্টের মধ্যে কারাবন্দি বিরোধী দলীয় এক নেতাকে কেন্দ্র করে বিতর্কের জেরে এমপিদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার এ ঘটনায় দেশটির সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন এমপি আহত হয়েছেন। প্রায় ৩০ মিনিট চলে এ মারামারি। গন্ডগোলের কারণে অধিবেশন মুলতবি করেন স্পিকার। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক কারাবন্দি নেতা আতালের সাংবিধানিক সুরক্ষা কেড়ে নেওয়া হয়েছে বলে সরকারকে দোষারোপ করে বক্তব্য দেন। বিষয়টি সহজে নিতে পারেননি ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া অবস্থাতেই আহমেদ সিককে মারতে উদ্যত হন তারা। এ সময় বিরোধী দলের এমপিরা আহমেদ সিককে বাঁচাতে ছুটে এলে উভয় দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এ সময় অনেক এমপিকে রক্ত মুছতে দেখা যায়।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি