আওয়ার টাইমস নিউজ।
ইসলাম ডেস্ক: আমাদের সমাজে এমন বহু নির্বোধ জ্ঞানহীন জালিম আছে, যারা মুসলিম হয়েও নিজের জায়গার ওপর দিয়ে মানুষদের আল্লাহর ঘর মসজিদে যেতে বাঁধা প্রদান করে। একজন মুসলিম হিসেবে এমনটি করা খুবই দুঃখজনক।
দ্বীনের কাজে বাধা দান করা একটি অমার্জনীয় কঠিন শাস্তি যোগ্য অপরাধ। এ অপরাধ করে কেউ তওবা না করলে আল্লাহ তাঁকে কখনোই ক্ষমা করবেন না।
এ বিষয়ে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে ইরশাদ করেন,
وَمَا لَهُمْ أَلاَّ يُعَذِّبَهُمُ اللّهُ وَهُمْ يَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُواْ أَوْلِيَاءَهُ إِنْ أَوْلِيَآؤُهُ إِلاَّ الْمُتَّقُوْنَ وَلَـكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَعْلَمُوْنَ-
আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে, যার ফলে আল্লাহ তাদের উপর আযাব দান করবেন না। অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে, অথচ তাদের সে অধিকার নেই। এর অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেযগার। কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয়।
সূরা (আনফাল ৮/৩৫)।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীন অন্য এক আয়াতে আরো বলেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا إِنَّ كَثِيْراً مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُوْنَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّهِ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُوْنَهَا فِيْ سَبِيْلِ اللّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيْمٍ-
‘হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রেখেছে। আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন।
সূরা তওবা ৯/৩৪)।
অতএব আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের জাহান্নামের বিভীষিকাময় কঠিন শাস্তির কথা স্মরণ রেখে তিনি পথে বাধা থেকে বিরত থাকবো। আল্লাহ্ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন আমীন।
লেখক: হুসাইন আল আজাদ