আওয়ার টাইমস নিউজ।
শহীদ ডেস্ক: ৪ ই আগস্ট, ফার্মগেটে ক্ষমতার লোভে ভয়ংকর নরপিশাচ হয়ে উঠা কিছু হায়েনা নির্দয় পুলিশের গুলিতে শহীদ হয় নাফিস।
মহা আশ্চর্যের বিষয় হলো, হায়েনার দল শহীদ নাফিসকে একটি টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনও পর্যন্ত বেঁচে থাকা রক্তাক্ত ক্ষতবিক্ষত নাফিসকে!
জানা গিয়েছে, সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিস। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। এবং ছিনিয়ে এনেছে মহান স্বাধীনতা, তবে নাফিসকে ফিরতে হয়েছে লাশ হয়ে।
নাফিসদের মতো এমন শহীদ মহান বীরদের আত্মত্যাগ সফল এ বাঙালি জাতি কখনোই ভুলবে না। নাফিসের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মহাবীর শহীদ নাফিসের জান্নাতুল ফেরদৌস কামনা করছি। আমীন।
সৌজন্যে:
আওয়ার টাইমস নিউজ নিউজ পরিবার।