আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নেপাল অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর আক্রমণের ঝড় তোলা বাংলাদেশের যুবারা।
ফলে গোল পেতে দেরি হয়নি, ১৮ মিনিটের মাথায় মেরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে পিয়াস নোভা দ্বিতীয় গোল করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে গোল করার পর জার্সির ওপর আলাদা একটি টি-শার্ট পরেন মিরাজুল। সাদা ওই টি-শার্টে কালো কালিতে লিখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।