আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অবশেষে বাধ্য হয়েইক পদত্যাগ পত্র জমা দিলেন।
আজ বুধবার (২১ আগস্ট) তিনি বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শুরু হয়। আর সেখানেই এলো এই সিদ্ধান্ত। যদিও আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের সবচেয়ে বড় সুখবরটি। সুখবর বলা হচ্ছে এজন্য যে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯০% সমর্থকরা নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে বিভিন্ন পোস্ট দিয়ে গেছে।
ক্ষমতার অপব্যবহার করে নাজমুল হাসান পাপন একজন নন ক্রিকেট পার্সন হয়েও ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন। এরপর থেকেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশই হয়ে উঠেছিলেন। ২০১২ সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করে গিয়েছেন। যেটি ক্রিকেট বিশ্বে বিরল ঘটনা।