আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে সোমবার ‘ড্যানিশ প্যাট্রিয়ট’ নামে একটি গোষ্ঠীর মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক ইয়েমেন-সহ আরো কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
গেল শুক্রবার কট্টর ডানপন্থী এই গোষ্ঠী ফেসবুকে এমন আরেকটি ঘটনার লাইভস্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করে। এরপর এ কুরআন পোড়ানোর ঘটনার পর প্রায় ১ হাজার বিক্ষোভকারী ইরাকের বাগদাদে ডেনমার্ক দূতাবাসে কাছে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করেছে।
এর আগে সুইডেনের রাজধানী স্টকহোমে পরিকল্পিতভাবে একটি কুরআন পোড়ানোর ঘটনার পর গত সপ্তাহে বাগদাদে সুইডেনের দূতাবাসের মধ্যে বিক্ষোভকারী জনতা আগুন ধরিয়ে দেয়। সে সময় তারা দূতাবাসের দেয়াল বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এবং আগুন ধরিয়ে দেয়। ঠিক এক মাসের মধ্যে আবারও দ্বিতীয়বারের মতো কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে তারা।
এদিকে দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মুসলিমরা তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। সূত্র: বিবিসি