আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের চলমান ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত দুইজন নারীসহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে! এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮ লাখের বেশি সাধারণ মানুষ।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের মধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, চট্টগ্রামে চারজন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুর একজন এবং কক্সবাজারে তিনজন।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ৭৭ উপজেলা বন্যায় প্লাবিত। পানিবন্দি হয়ে পড়েছেন নয় লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন মানুষ।
উদ্ধার তৎপরতায় ঢাকা থেকে হাজার হাজার ত্রান কর্মীর পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারের কাজ করে যাচ্ছেন।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা রয়েছে। এবং তথ্য ও সহযোগিতার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে বলা হয়েছে। ০২৫৫১০১১১৫