আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নোয়াখালীর ফেনী জেলাতে বানভাসিদের এখন দুর্বিষহ জীবন কাটছে। তাদের ঘরবাড়িতে পানি ওঠে যাওয়ায় অনেকেই গ্রাম ছেড়ে রাওনা হচ্ছেন শহরে দিকে। কেউ-বা আবার স্বজনদের সন্ধানে ছুটছেন গ্রামে গ্রামে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মিলছে না অনেকের খোঁজ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার করছে নারী শিশুসহ হাজার হাজার মানুষ।
ফেনী জেলার সবখানেই এখন বানের জলে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে। গ্রামে-গ্রামে খাবারের সংকট তীব্রভাবে দেখা দিয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। পরিবার-পরিজন নিয়ে শহরমুখী অনেকেই। কেউ আবার স্বজনদের সন্ধানে যাচ্ছেন বিভিন্ন গ্রামে গ্রামে। এ যেন এক দুর্বিষহ জীবন।
এদিকে ঢাকা থেকে হাজার হাজার ত্রানকর্মীরা সেখানে বন্যার্তদের উদ্ধার এবং খাবার দিয়ে সাহায্য করার চেষ্টা করছে।