আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে টানা বৃষ্টি ও আগামী সতর্ক ছাড়া ভারতের উজানের পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেওয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
দুর্যোগ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই দাবি করছেন অনেকেই তাদের পরিবারের বিভিন্ন সদস্যদের খুঁজে পাচ্ছেনা, পরিবার সদস্যরা কে কোথায় আছেন তাও তারা জানতে পারছেন না। তবে আশার বাণী হচ্ছে, হয়তোবা তারা কোন আশ্রয় শিবিরে রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।