আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে অস্ত্রোপচারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে সাবেক এই বিচারপতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই ক্ষিপ্ত সাধারণ মানুষ পুলিশের হাতে থাকা অবস্থাতেই মানিককে অনবরত কিল-ঘুষি মারতে থাকে। এ সময় অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। ফলে অনেকটাই অসুস্থ হয়ে পড়ে সাবেক এ বিচারপতি। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এদিকে সাবিক বিচারপতি মানিক আদালতের কাছে নিজের অসুস্থতার কথা প্রকাশ করলে শনিবার (২৪ আগস্ট) তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর নির্দেশ দেন আদালত, ফলে একইদিন রাত ৮টার দিকে অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয় তাকে।
এর আগে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। পরে তাকে আদালতে নির্দেশে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ৪৫ মিনিট তার অস্ত্রোপচার হয়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছে, সফলভাবে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালের আইসিউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।