আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সাবেক স্বৈরাচার খ্যাত আওয়ামী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে পুলিশ।
ঢাকার শান্তিনগরের বাসা থেকে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি।
আজ রবিবার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে সাবেক পাটমন্ত্রী তার সমন্ধির বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।