আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের ১১০ কিলোমিটার ভিতরে সফল অভিযান পরিচালনা করেছে বলে দাবি করছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর।
ইজ সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, ইসরায়েলে অভিযানের ১২ ঘণ্টা পর কথা বলেন তিনি। তেল আবিব থেকে দেড় কিলোমিটার উত্তরে সামরিক গোয়েন্দা ঘাঁটি তাদের মূল লক্ষ্য ছিল বলে জানান। বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও দাবি করেন তিনি।
পরবর্তী সিদ্ধান্তের আগে ইসরায়েলে চালানো অভিযানের প্রভাব খতিয়ে দেখবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান।
এদিকে লেবাননের সশস্ত্র সংগঠনটির পরিকল্পনা অনুমান করে আগাম অভিযান চালিয়ে বড় ধরণের হামলা ঠেকিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, তবে ইসরাইলের এমন দাবি অস্বীকার করেছেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ।
হিজবুল্লাহর সামরিক কতৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার আমরা ইসরায়েলের ১১০ কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছি। এছাড়াও ছোড়া হয়েছে ৩ শতাধিক কাতিয়ুশা রকেটও। প্রসঙ্গত, গত ১০ মাসে এটিই ছিল ইসরায়েলের ভূখণ্ডে সবচেয়ে বড় হামলার ঘটনা।