আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সংবাদের পাশাপাশি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়েও একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
এ সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে হঠাৎ করে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন স্টিফেন ডুজারিক।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক হঠাৎ করেই বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল বাংলাদেশে বিভিন্ন দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।
জাতিসংঘ আগেই জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য ১২ লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় সাত লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে।