১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

আনসার বাহিনীর হামলায় আহত হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহত হাসনাত আবদুল্লাহর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি সময়ে সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি হাসনাতকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের হতাহতদের সবার খোঁজখবর নিচ্ছেন। প্রত্যুত্তরে হাসনাত সবার কাছে দোয়া কামনা করেন বলে জানান ডা. রফিকুল ইসলাম।

গেলে পরশু সচিবালয়ে আনসার বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে সাথে সাথে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। এবং তাৎক্ষণিকভাবে সেখানে হাসনাত আব্দুল্লাহর জন্য আইসিইউর ব্যবস্থাও করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢামেক হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন তারা।

ডা. রফিকুল ইসলাম আরো জানান, হাসনাত আব্দুল্লাহর যে কোনো প্রয়োজনে বিএনপি সবসময়ই পাশে থাকবে বলে জানিয়েছেন তারেক রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত