আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নতুন ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন ড. ইউনুস সরকার।
আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পূ্র্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো।
একই দিন আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
গেল ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গন অভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।
গত ১২ অগাস্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ৬৭ জন পদত্যাগ করেন।