আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে দ’খলদার ই’হুদী হা’য়েনা ই’সরায়েলি বাহিনী অভিযান ও হামলা চালিয়ে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিরীহ মানুষকে হত্যা করেছে। রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র বুধবার (২৮ আগস্ট) এ তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর এএফপির।
রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আহমেদ জিবরিল জানান, ইসরায়েলি হামলায় জেনিন শহরে দুই ফিলিস্তিনি, এর পার্শ্ববর্তী একটি গ্রামে চারজন এবং তুবাস শহরের শরণার্থী শিবিরে আরও চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়াও এ হামলায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলেও জানিয়েথেন তিনি।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ চলার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা করছে দ’খলদার ইসরায়েল বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় সেখানে ৬৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী স’শস্ত্র সংগঠন হামাসের হামলায় ১৯ জন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।