আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতকে ট্রাইবেকারে ৩-৪ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়েছিল বাংলার টাইগার যুবারা। সেই একই ধারাবাহিকতায় এবং ফাইনালে নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে অনুর্ধ্ব ২০ সাফের প্রথম শিরোপা জিতেছে নব স্বাধীন বাংলাদেশের ফুটবলাররা। এর আগে সাফ অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে তিনটি ফাইনাল খেললেও শিরোপা অধরা ছিল টাইগারদের। তবে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে সফলতার গল্পটা ছিল অসাধারণ অসাধারণ! নেপালকে ৪-১ গোলের বিশাল বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলল বাংলার নব স্বাধীন টাইগাররা।
বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। এই ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে গ্রুপ পর্বে ২-১ গোলের হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ দল।
টাইগার যুবাদের এমন অসাধারণ জয় অভিনন্দন জানিয়েছে নব স্বাধীন দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।