
সিনিয়র করেসপন্ডেন্ট: হুসাইন ইবনে নোয়াব।
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব আবাসন মেলা আবারও প্রমাণ করেছে দেশের আবাসন খাতের সম্ভাবনা কতটা বিশাল। পাঁচ দিনের এই মেলায় ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ৪০৩ কোটি টাকারও বেশি।
২০২৪ এর ২৭ ডিসেম্বর শুক্রবার, মেলার শেষ দিনটি ছিল সবচেয়ে জমজমাট ফ্লট ফ্ল্যাট কিনা বেচার দিন। দর্শনার্থী আর ক্রেতাদের ভিড়ে মুখরিত ছিল পুরো মেলা প্রাঙ্গণ। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস নিয়ে ক্রেতাদের সরব আগ্রহ লক্ষ্য করা গেছে।
জমজমাট বিক্রি ও সম্ভাবনার বার্তা।
রিহ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায়—
২৩০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে।
৯৬ কোটি টাকার প্লট ক্রেতাদের কাছে দারুণ সাড়া ফেলেছে।
বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ৭৭ কোটি টাকারও বেশি।
এছাড়া, গৃহঋণ পেতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে ১ হাজার ৯০ কোটি টাকার।
আবাসন প্রতিষ্ঠানগুলোর সাফল্য।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছে। অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দর্শনার্থীদের মধ্যে ফ্ল্যাট ও প্লট কেনার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ইস্টার্ন হাউজিং এবং ক্রিডেন্স হাউজিংয়ের মতো প্রতিষ্ঠানগুলো একাধিক ফ্ল্যাট ও প্লট বুকিং পেয়েছে।
ইস্টার্ন হাউজিংয়ের এক কর্মকর্তা বলেন, “আমাদের আফতাবনগর ও বনশ্রী প্রকল্পে ক্রেতাদের দারুণ সাড়া মিলেছে। ভবিষ্যতে এই ক্রেতাদের সঙ্গে আরও চুক্তি হবে বলে আমরা আশাবাদী।”
অন্যদিকে, ক্রিডেন্স হাউজিং তাদের ৫৪টি প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, মেলায় ক্রেতাদের অভূতপূর্ব আগ্রহ পাওয়া গেছে, যা ভবিষ্যতে বিক্রির জন্য আরও বড় সম্ভাবনার ইঙ্গিত দেয়।
দর্শনার্থীদের ভিড় আর উৎসাহ উদ্দীপনায় বেশ জমেছে এবারের রিহ্যাব আবাসন মেলা।
পাঁচ দিনের এই মেলায় ১৭ হাজার ৭২৯ জন ক্রেতা-দর্শনার্থী অংশ নিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলার শেষ দিন ছিল সবচেয়ে ব্যস্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতারা ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেসের তথ্য নিতে ভিড় জমিয়েছেন।
সম্ভাবনাময় দেশের আবাসন খাত।
জাতীয় নির্বাচনের কারণে গত বছর মেলা আয়োজন করা সম্ভব হয়নি। দুই বছর পর আয়োজিত এই মেলা নতুন করে আবাসন খাতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বিক্রি আর বুকিংয়ের হিসাব বলছে, এই খাত দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠছে।