আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবিতে আজ শনিবার (২৯ জুলাই) ঢাকার বিভিন্ন প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের অন্যান্য সঙ্গীরা।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) বিএনপির মহাসমাবেশ থেকে ঘোষিত ঢাকার বিভিন্ন প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নির্ধারিত সময়ে বেলা ১১টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের শরিক দলগুলোর জমায়েত শুরু হয়। এ সময় সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।
এদিকে আজ বিএনপির ঢাকার বিভিন্ন প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।