আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পাশাপাশি গত দুই দিনে ২৮ জন অতিরিক্ত সচিব ও ১০ যুগ্ম সচিবের দফতর বদল করা হয়েছে। এবং ওএসডি করা হয়েছে দুই অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্মসচিবকে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ে থাকার সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর সিনিয়র সচিব হন মোঃ মোস্তফা কামাল। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া কর্মকর্তারা হলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আমিনুর রহমান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সেখ আকতার হোসেন, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মণ্ডল, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমান।
গত দুই দিনে পৃথক দুটি প্রজ্ঞাপনে ২৮ অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে ৮ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।