আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগান তালেবান বাহিনী ২০২১ সালে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো কমপক্ষে ২৮ জন আফগানকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি৷ এদিকে, জার্মানিতে থাকা কাবুলের কূটনৈতিক মিশনের উপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তালেবান সরকার।
বার্লিন দৃশ্যত বিষয়টি গ্রহণও করেছে৷ জুলাইয়ের শেষদিকে তালেবান সরকার জানিয়েছে, তারা ইউরোপের মাত্র পাঁচটি আফগান কূটনৈতিক মিশনকে স্বীকৃতি দিচ্ছে৷ এগুলো হচ্ছে, নেদারল্যান্ডস, স্পেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রে থাকা দূতাবাস এবং জার্মানির মিউনিখে থাকা কনস্যুলেট৷
এই কূটনৈতিক মিশনগুলো আফগানিস্তানের নির্দেশ অনুসরণ করে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছে৷ তাদের কাজের প্রতি আমাদের আস্থা আছে এবং এই কার্যক্রমগুলো স্বচ্ছভাবে পরিচালিত হয়, জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিডাব্লিউকে এসব কথা বলেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ৷ ‘তারা দায়বদ্ধ ও আমাদের আদেশ পালন করে’ যোগ করেন তিনি৷
মিউনিখের কনস্যুলেট ছাড়াও জার্মানির বার্লিনে আফগান দূতাবাসও বন শহরে আরেকটি কনস্যুলেট আছে৷ তালেবানের ঘোষণার কারণে এখন দূতাবাস ও বনের কনস্যুলেট থেকে ইস্যু করা ভিসা ও পাসপোর্ট আর আফগানিস্তানে স্বীকৃত হবে না৷
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউরোপের বেশিরভাগ আফগান দূতাবাস তালেবানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে৷ তারা আফগানিস্তান থেকে অর্থ সহায়তা নেয় না৷ তবে কনস্যুলার সেবা দিয়ে যাচ্ছে৷ বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মিশনগুলো চলছে৷
সূত্রঃ ডিডাব্লিউ