১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

শহীদ আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ডে ২ পুলিশকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গত জুলাইয়ে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন।

এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় কে আটক করে পিবিআই।

উল্লেখ্য গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গত ১৮ আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রপলিটন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯ আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত