
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে একটি ঘোষিত মানবিক এলাকায় দ’খলদার ই’হুদী ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিরীহ সাধারণ মানুষ নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ হতাহতের খবর নিশ্চিত করেছে।
হামলার বিষয়ে দ’খলদার হা’য়েনা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, খান ইউনিসের তাদের যুদ্ধবিমান হামাস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য হামলা করেছে এবং তারা বেসামরিক লোকেদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খান ইউনিস শহরের পশ্চিমাঞ্চল আল-মাওয়াসির মানবিক এলাকায় বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করেই ইসরাইলি সামরিক বাহিনী তিনটি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে হামাসের সিভিল ডিফেন্স অথরিটির অপারেশনের পরিচালক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, এসব হামলায় ৪০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে। এ ছাড়া অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
এদিকে ওই এলাকায় যোদ্ধারা উপস্থিত থাকা নিয়ে দ’খলদার ইসরায়েলি সামরিক বাহিনীর দাবিকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে হামাস। এবং তারা জানিয়েছে তাদের কোনো সদস্য বেসামরিক এলাকায় অবস্থান বা এলাকাগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে না।
(সুত্রঃ বিবিসি)