আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হা’য়েনা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় আরও কমপক্ষে ৪০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ১০০ ছাড়িয়ে গিয়েছে।
অজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দ’খলদার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের ব’র্বর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যার দায়ে দ’খলদার ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিকভাবে চরভ সমালোচিত এবং তীব্র নিন্দার সম্মুখীন হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ সহায়তা কর্মীও রয়েছেন বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এদিকে পৃথক প্রতিবেদনে তুরস্ক ভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ভয়াবহ হামলায় আরো কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ১১৮ জনে।
সূত্রঃ আল জাজিরা, আনাদুলু এজেন্সি