আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গত কয়েক ঘণ্টায় দ’খলদার ই’হু’দী ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদের মধ্যে আল-মাওয়াসি অঞ্চলের ‘নিরাপদ এলাকায়’ ইসরায়েলি হা’য়ে’নাদের হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন।
গাজার শিশুদের পোলিও টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসুস গাজায় প্রথম ধাপের পোলিও টিকা প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই কার্যক্রমে প্রায় পাঁচ লাখ ৬০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়। খবর এএফপির।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব বলেন, গাজা যুদ্ধ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। তিনি আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জীবন সম্পর্কে যথেষ্ট জেনেই বলছি এটি ঘটবে না।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় দ্বিতীয় ধাপের পোলিও টিকা বিতরণ কার্যক্রম চালানোর জন্য আবারও মানবিক বিরতির আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা এসব সংস্থাগুলো ইতোমধ্যে গাজার বিভিন্ন এলাকায় ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ লাখ ৫৮ হাজার ৯৬৩ জন শিশুকে পোলিও টিকার প্রথম ডোজ সরবরাহ করেছে। সংস্থাগুলো বলছে, অবশ্যই চার সপ্তাহের মধ্যে ওইসব শিশুকে টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে।