আওয়ার টাইমস নিউজ
স্টাফ করেসপন্ডেন্ট: দেশের বিভিন্ন গণমাধ্যমর প্রতিবেদন অনুযায়ী জুলাই ও আগস্টের আন্দোলনে গত ১৩ আগস্ট পর্যন্ত ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪২২ জনই বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন দাবিই করেন বিএনপির এ শীর্ষ নেতা।
এ সময় মির্জা ফখরুল আরো বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন,নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির আবদানকে কোনভাবেই খাটো করার অবকাশ নেই।
এ সময় আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন,নজরুল ইসলাম খান,মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিনসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।