আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয়ের ফলে বাংলাদেশ টেস্ট দলের প্রত্যেক সদস্য ২০ লাখ টাকা করে বোনাস পেয়েছেন। সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সহায়তায় দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন ক্রিকেটাররা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপ্তির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সকলের পক্ষ থেকে এ তথ্য জানান। ক্রিকেটারদের হাতে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
জমকালো এ অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান, পুরস্কার হিসেবে পাওয়া টাকার একটা অংশ বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন তারা।
শান্ত আরো বলেন, ‘আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থা ছিল, এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে। রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে বোনাসটা আজকে আমরা পেলাম, টিমের বদৌলতে। সবাই এগ্রি করেছি এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে (বন্যার্ত) হেল্প করার জন্য দিয়ে দেব। যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে বলে আশা করছি।