আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বিধ্বংসী পেস বোলিং ইউনিট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। চেন্নাইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
টসে জিতে প্রতিপক্ষ ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ৪২ বছরের ঐতিহ্য বদলে দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। চেন্নাইয়ে ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।