আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এখন পর্যন্ত শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে, টেষ্ট, কিংবা ক্রিকেটের জনপ্রিয় ফরমেট টি-টোয়েন্টিতেও জয় পায়নি এশিয়ার নব শক্তিশালী দল আফগানিস্তান দল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিল আফগানিস্তান।
তবে এবার ইতিহাস বদলে প্রথমবারের মতো শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে ফরমেটে ৪ উইকেটে হারাল আফগানরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে নিরপেক্ষ ভেনু শারজায় আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা দল। ১০৬ রানের জয়ের লক্ষ্যে জবাব দিতে নেমে মাত্র ২৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। সেই সঙ্গে ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেল আফগানরা।