আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দ’খ’ল’দা’র ই’সরায়েলি সামরিক বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে। এ নিয়ে বিধ্বস্ত গাজা ভূখণ্ডটিতে ইসরাইলি হা’য়ে’নাদের হামলায় ৪১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯৬ হাজার মানুষ।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ই’সরাইল সবচেয়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে দক্ষিণ গাজার খান ইউনিসে। উত্তর গাজার অবস্থাও ভয়াবহ খারাপ। সেখানে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের প্রায় সবাই নিহত হয়েছেন।
এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এরপর গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সূত্রঃ আল জাজিরা।