আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: গতকাল টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে যেই উইকেটে ব্যাট হাতে টাইগার বোলারদের শাসন করেছেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা। অথচ সেই একই উইকেটে থিতু হওয়ার পরও নিজেদের মূল্যবান উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন নাজমুল হাসান শান্ত, লিটন দাস ও সাকিবরা
টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের স্কোরবোর্ডের ও বেহাল দশা। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। পড়লেন লজ্জাজনক ফলোঅনেও! ফলে প্রথম ইনিংস শেষে ভারত বাংলাদেশ থেকে ২২৭ রানে এগিয়ে।