৪ঠা ডিসেম্বর, ২০২৪, ১লা জমাদিউস সানি, ১৪৪৬
সর্বশেষ
টাইগার বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ১৫ বছর পর ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জয় করলো বাংলাদেশ
হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে যা বললেন তারেক রহমান
কাঁচা হলুদ অসাধারণ উপকারিতায় ভরপুর
পাবনার সুজানগরে মার্কেটে আগুন, দগ্ধ ৫ জন
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা হবে আজ
লেবাননে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা
কক্সবাজার সৈকতে অভিযান: অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার
বাংলাদেশের মানুষ দাদাগিরি মেনে নেয় না: জামায়াত আমির
ঢাকায় ভারতীয় দূতাবাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
আগামী ১ মাসের মধ্যে হাসিনা সরকারের ১৫ বছরের ভয়াবহ দুর্নীতির সম্পূর্ণ তথ্য ছাপার অক্ষরে প্রকাশ করা হবে ড. দেবপ্রিয়

স্বৈরাচার খ্যাত হাসিনা সরকারের পতনের পর গোপালগঞ্জে পালিয়ে থাকা আওয়ামী পন্থী খতিবের মানুষত্বহীন কর্মকান্ডে হতবাক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লিরা!

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গত ৫ আগষ্ট স্বৈরাচার খ্যাত সাবেক শেখ হাসিনা সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পাঁচ দিন আগেই ফ্যাসিবাদী হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন বাইতুল মোকাররম মসজিদ কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই নিজ জেলা গোপালগঞ্জে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে বায়তুল মোকাররমের নতুন খতিব নিয়োগ দেওয়ার বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়, গত ৫ আগষ্ট কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে যান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। সে কারণে শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে পালিয়ে থাকার পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) হঠাৎ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উপস্থিত হন মাওলানা রুহুল আমিন, এ সময় মসজিদের মিম্বরে বসে বয়ান করছিলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নতুন করে দায়িত্ব পাওয়া খতিব মাওলানা ওয়ালীউর রহমান। এরপর আওয়ামী পন্থী খতিব রুহুল আমিন, তার অনুসারীদের নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে মুসল্লিদের সামনেই মনুষ্যত্বহীন সন্ত্রাসী কায়দায় বয়ানরত অবস্থায় থাকা মাওলানা ওয়ালিউর রহমানের হাত থেকে মাইক কেড়ে নেয়, এ সময় মসজিদের ভিতরে থাকা মুসল্লিদের সাথে রুহুল আমিনের আওয়ামী পন্থী অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেঁধে যায়, এ সংঘর্ষে প্রায় অর্ধশত মুসল্লিকে পিটিয়ে আহত করে ফ্যাসিবাদীদের ধূসর মাওলানা রুহুল আমিনের আওয়ামী পন্থী অনুসারীরা।

এরপর মসজিদে থাকা সকল মুসল্লিদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে জুমার নামাজ না পড়িয়েই অনুসারীদের নিয়ে পালিয়ে যায় মনুষ্যত্বহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা স্বৈরাচার হাসিনা সরকার পন্থী এ খতিব।

এদিকে নামাজ শেষে সাধারণ মুসল্লিরা মাওলানা রুহুল আমিন এবং তার অনুসারীদের এমন লজ্জাজনক আচরণকে মানুষত্বহীন সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। এ‌সময় অনেক বাইতুল মোকাররমে আগত মুসল্লিরা ভীষণ দুঃখের সাথে আওয়ার টাইমস নিউজকে বলেন, একজন আলেম হয়ে কিভাবে মসজিদের ভিতরে প্রবেশ করে অন্য একজন বিজ্ঞ আলেমের হাত থেকে জোর করে অসম্মানজনক ভাবে মাইক কেড়ে নেয়, এমন নেক্কারজনক ঘটনা কোন আলেম ঘটাতে পারে না, এটি সত্যিই মনুষত্বহীন সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। আমরা অন্তবর্তী সরকারকে বলবো অনতিবিলম্বে ফ্যাসিবাদী হাসিনা সরকারের এ পা চাটা ধূসর মাওলানা রুহুল আমিন ও তার অনুসারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১