আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক::সরাসরি সংবাদ সম্প্রচারের সময় লেবাননের এক সাংবাদিকের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পৃথিবীর ইতিহাসে স’ব’চেয়ে নি’কৃষ্ট ব’র্বর দ’খলদার ই’হুদী জাতি ই’সরাইলি সামরিক বাহিনী। ওই হামলায় গুরুতরভাবে আহত হন ফাদি বউদিয়া নামের ওই লেবানিজ সাংবাদিক।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমন তথ্যই নিশ্চিত করে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডব্লিউআইওন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আহত ওই সাংবাদিক মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যম সংস্থার সম্পাদক হিসেবে কর্মরত আছেন। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। এরমধ্যে হঠাৎ ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে তার বাড়ির জানালায় আঘাত হানেন। তাতে মারাত্মকভাবে আহত হন ফাদি বউদিয়া।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, সম্পাদক বউদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই তার ওপর ভয়াবহ হামলা চালায় দ’খলদার ই’হুদী সামরিক বাহিনী।