সিনিয়র নিউজ করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ ডেস্কঃ চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে সেখানকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো. রিপনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন গণমাধ্যমকে বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বাজার মনিটরিং এ আসি। এসময় আমি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই। এসময় তিনি আমার কাছে দাম চান ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখি তিনি কিনেছেন ১০০০ টাকা দরে।
ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদণ্ড দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।
এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চাঁদপুরের মৎস্য ব্যবসায়ী নেতারা।
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেনৈ, আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক। একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় প্রসাশন তাকে জরিমানা করেছে। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকল ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা আসবে বলে আমারা আশা করছি।