১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর জন্যে ২০০ শত হাতি জ’বাই করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে সরকার

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়েতে ক্ষুধার্ত মানুষদের খাবারের যোগানের জন্য কমপক্ষে ২০০ শত হাতি জ’বাই করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো এভাবে হাতি মেরে সেখানকার ক্ষুধার্ত জনগোষ্ঠীদের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে জিম্বাবুয়ে।

গত চার দশকের মধ্যে তীব্র খরার কারণে দেশগুলোতে পানির অভাবে ব্যাহত হচ্ছে সবরকম ফসল উৎপাদন। চলতি মাসের শুরুতেই ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে হাতি, জলহস্তি, জেব্রাসহ ৭শ’র বেশি বন্য প্রাণী মারার ঘোষণা দেয় আফ্রিকার দেশ নামিবিয়া। এবার খাবারের যোগান দিতে ঠিক একই রকম সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকার আরেক দেশ জিম্বাবুয়ে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, তীব্র খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেয়ার জন্য ২০০টি হাতি মারার পরিকল্পনা করা হচ্ছে। মানুষকে খাওয়ানোর জন্য ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে জিম্বাবুয়ে।

জানা গিয়েছে, দেশটিতে মোট হাতির সংখ্যা ৮৪ হাজার। কিন্তু হাতি ধারণক্ষমতা আছে ৪৫ হাজার। বিশ্বে হাতির সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে জিম্বাবুয়ের অবস্থান হলো দ্বিতীয়। সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিগুলোকে মারার মাধ্যমে দেশটির ক্ষুধার্ত মানুষের খাবার যোগানোর পাশাপাশি বনগুলোতে হাতির সংখ্যাও কমানোর চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত