২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

বাংলাদেশকে ভেঙে আবার নতুন করে দেশ তৈরি করার ক্ষমতা আমাদের আছে বলে ভারতের ত্রিপুরার শীর্ষ নেতার হুমকি

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর বাংলাদেশ সরকারকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা তাদের আছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় বিক্ষোভ মিছিল করেছে সেখানকার স্থানীয় রাজনৈতিক দলটি।

ক্ষমতাসীন বিজেপির মিত্র কট্টরপন্থী ত্রিপুরার এ হিন্দু নেতা বাংলাদেশকে ভেঙ্গে দেওয়ার হুমকির পাশাপাশি দাবি করেন, যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকত না।

এসময় প্রদ্যোত কিশোর আরো বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না।

এসময় তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাক্ষ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত। কিন্তু এখন সেই অবস্থা নেই বলে তিনি দাবি করেন।

/এমএইচআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত