আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী পাকিস্তানকে টাইব্রেকারের সাডেনডেথে ৮-৭ গোলে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ টাইগার অনুর্ধ্ব ১৭ ফুটবল দল।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে পাকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যাচকে টাইব্রেকারে টেনে নিয়ে যায় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত পাকিস্তানকে টাইব্রেকারের সাডেনডেথে ৮-৭ গোলে পরাজিত করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
আগামী (৩০ সেপ্টেম্বর) সোমবার শক্তিশালী ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।