আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দীর্ঘ টানা এক বছরের ধরে বর্বর আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও নজর দিয়েছেন পৃথিবীর ইতিহাসে স’বচেয়ে ভয়ং’কর নি’কৃষ্ট ব’র্বর হিংস্র হয়েনা জাতি দ’খলদার ইসরায়েল।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুরো লেবাননজুড়ে হামলা চলাচ্ছে ই’সরাইলি সামরিক বাহিনী আইডিএফ। এরই মধ্যে নতুন করে আরেক মুসলিম দেশ ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হুথি গোষ্ঠীকে টার্গেট করে রোববার (২৯ সেপ্টেম্বর) ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায় দ’খলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত চারজন ইয়েমেনি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে বিমান হামলার কারণে বেশির ভাগ এলাকাতেই চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল ও ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি যোদ্ধারা।
এদিকে গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি ভয়াবহ বোমা হামলায় নতুন করে আরও কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৮০০ এর বেশি লেবানন নাগরিককে হত্যা করেছে দ’খলদারর ই’হুদী ই’সরাইলি সামরিক বাহিনী। পাশাপাশি এ হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
অন্যদিকে ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে,
লেবাননে স্থল অভিযানের জন্য বিধ্বংসী যুদ্ধযান নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ। ফলে জীবন বাঁচাতে লেবাননের লক্ষ লক্ষ নাগরিক বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। সূত্রঃ আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স।