৭ই অক্টোবর, ২০২৪, ৩রা রবিউস সানি, ১৪৪৬
সর্বশেষ
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় জুনিয়রদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো বাংলার মধ্যম বুড়ো টাইগাররা
সাবেক আওয়ামী সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
ভারতের বিপক্ষে টেস্টের নেয় টি-টোয়েন্টিতেও লিটনদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ৯৩ রানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
আজ সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাঠে নামছে বেঙ্গল টাইগাররা
ইরানের তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
গাজায় মসজিদে বিমান হামলা চালিয়ে ২১ জন মা’জ’লু’ম ফিলিস্তিনিকে হ’ত্যা করল নি’কৃ’ষ্ট ই’হু’দী হা’য়েনা ই’সরাইল
নির্বাচনের চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সমগ্র মুসলিম বিশ্বে ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি” তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে!
আফ্রিকার দেশ জিবুতির সমুদ্র উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু!
ঢাকায় পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে আমরা ‘খুবই খুশি’ বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সচিক নির্বাচন বাতিল করে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিকের) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার থেকে জানা গিয়েছে, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওইদিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি। কোনও কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেওয়া হয়নি। ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়ে। কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়, ২২ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন মাত্র ৫২ হাজার ৪৮৯ ভোট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১