
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এক সংবাদ প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট।
ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ ইস্যুতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন এ প্রেসিডেন্ট। সারাবিশ্ব এখন আগুনে জ্বলছে এবং বর্তমান মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না, এমন অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কোনো নেতৃত্ব নেই, এখন দেশ (মার্কিন যুক্তরাষ্ট্র) পরিচালনার কেউ নেই। এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো জো বাইডেনকে অস্তিত্বহীন প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও এখানে ইতিবাচক কোনো ভূমিকা পালন করছে না।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতিতে ইরানের সঙ্গে অনেকটা সাপে-নেউলে সম্পর্ক ছিল। মূলত তার নির্দেশেই হত্যা করা হয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানিকে। ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন ট্রাম্প। আবার সম্প্রতি ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলার পর শোনা যাচ্ছে, তাকে নাকি হত্যা করার ছক কষছে ইরান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দুই দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখা দ’খলদার ই’হুদী ইসরায়েল, এবার ইসরাইলিরা নিজেইরাই ইরানের সামরিক বাহিনী কতৃক হামলার শিকার হয়ে হতভম্ব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরান থেকে যখন একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। এতে আশ্রয়ের জন্য দেশটির বাসিন্দাদের এদিক-সেদিক ছুটতে দেখা গিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগ।