
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: স্বৈরাচার খ্যাত সাবেক হাসিনা সরকারের পরিবেশমন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে রাজধানী গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
আজ রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সাবেক এই পরিবেশমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন।