আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা গুম, খুন দুর্নীতি ও গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের দুই মাস শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বিএনপি নেতা রিজভী।
এ সময় তিনি বলেন, গুরুত্ব বিবেচনা করে এই সরকারের কাজ করা উচিত। প্রথমে আন্দোলনের আহতদের পুণর্বাসনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যা মোকাবেলায় সরকার সফল হয়েছে।
রুহুল কবীর রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। গণতন্ত্রের সুযোগ যাতে কোন উগ্রবাদী গোষ্ঠী জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া, সরকারকে এই বিপ্লবের মূল বিষয় বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।