আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অনলাইনে মাধ্যম ইউটিউবে ভিডিও দেখে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন খুলনার যুবক নাজমুল ইসলাম খান। যদিও হেলিকপ্টারটি তিনি এখনো পর্যন্ত উড়াতে সক্ষম হয়নি। তবে তিনি তার বানানো শখের এ হেলিকপ্টারটি উড়ানোর ব্যাপারে খুব আশাবাদী বলে জানিয়েছেন।
খুলনার ফুলতলার ছাতিয়ানি গ্রামের কৃষক পরিবারের সন্তান মেধাবী নাজমুল। সে খুলনার বিএল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
নাজমুল জানান, সে দেশীয় প্রযুক্তিতে এই হেলিকপ্টার তৈরি করেছেন। এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে তার। খরচ হয়েছে দুই লাখ টাকা। কিছু দিন পরেই তিনি এটিকে আকাশে উড়াবেন বলে জানিয়েছে।
তার বানানো পুরো হেলিকপ্টারটির দৈর্ঘ্য সাড়ে ২২ ফিট। হেলিকপ্টারটি এক লিটার অকটেনে ১৮ থেকে ২০ মিনিট চলবে বলে ধারণা করছেন তিনি।