আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রথম টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। শুরুতে তাসকিন আহমেদ ও সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দল ৩২ রানে ৩ উইকেট হারালেও এরপরই রিঙ্কু ও হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ২২১ রানের টার্গেট দেয় স্বাগতিকরা।