আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশ্ব নেতাদের নিয়ে ফ্ল্যাগ্র্যান্ট পডকাস্টে নিজের ধারণা তুলে ধরেছেনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ আসলে, নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসিয়ে দেন ট্রাম্প। তিনি জানান, তার দেখা সবচেয়ে ভালো মানুষদের একজন হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় ট্রাম্প মোদিকে নিজের ভালো বন্ধু উল্লেখ্য করে বলেন, ‘মোদি আমার বন্ধু এবং আমার দেখা সবচেয়ে চমৎকার ভালো মানুষদের একজন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারত বেশ অস্থিতিশীল ছিল। বাইরে থেকে তাকে পিতৃসুলভ মনে হলেও তিনি একজন শক্তিশালী ও দৃঢ়চেতা নেতা।