আওয়ার টাইমস নিউজ।
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ভবন ধসের ঘটনায় আহত হয়েছেন দুইজন পাকিস্তানি নাগরিক।
শুক্রবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার সময় বিকেলে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এর একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসের ফলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।