
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলে আইডিএফ এর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রোববার (১৩ অক্টোবর) লেবানন ভিত্তিক মিলিশিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হামলায় কমপক্ষে চারজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬০ জনের বেশি ই’হু’দী সেনা।
হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ জন ই’সরাইলি সেনা নিহত ও ৬০ জনেরও বেশি সেনা আহতের বিষয়টি নিশ্চিত করেছে ই’সরাইলি সামরিক কতৃপক্ষ।
এদিকে হামলার পর হিজবুল্লাহ জানিয়েছে, রোববার দিনের শেষভাগে ইসরায়েলের প্রধান শহর হাইফা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে বিনইয়ামিনা ইসরাইলি সামরিক শিবিরে এক স্কোয়াড্রন ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননে দ’খলদারদের হামলার পাল্টা জবাবে হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ্।
ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, যদি আমাদের মহান ও প্রিয় জনগণের ওপর আগ্রাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে দ’খলদার ই’হুদী ই’সরাইল, তবে হাইফাতে যা দেখেছে তার চাইতেও ভয়ং’কর কঠিন ঘটনার সাক্ষী হবে তারা ( ইসরাইল)
গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের ভূখন্ডে দ’খলদার নিকৃষ্ট ইসরাইলি সামরিক বাহিনী ভয়াবহ বিমান ও রকেট হামলা চালিয়ে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনেরও বেশি লেবানিজ মুসলমানদের কে হত্যা করেছে।