
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির বয়স ৩৭ পেরিয়েছে, অথচ মেসির বুড়ো হাঁড়ের ভেলকিতে ৬-০ গোলে বিধ্বস্ত হলো বলিভিয়া ফুটবল দল।
লিও জানান দিচ্ছেন যে তিনি এখনও আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, কারণ তিনি বুড়ো হাড়ের বিধ্বংসী কারুকাজ দিয়ে বলিভিয়ার বিপক্ষে চমৎকার হ্যাটট্রিক করেছেন।
সেই সাথে অ্যাসিস্টও করলেন আরও দুই গোলের। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে আর্জেন্টিনাকে বিশাল এক জয় এনে দিলেন বিশ্বকাপজয়ী এ ফুটবল কিংবদন্তি। একইসঙ্গে বিশ্ব ফুটবলের ১৫২ বছরের ইতিহাসে নতুন রেকর্ডও গড়লেন লিও। সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার এখন ইয়েম্মেসি আর্জেন্টিনা।