
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৭৩ জন ফি’লিস্তিনিকে হ’ত্যা করেছে পৃথিবীর ইতিহাসে স’বচেয়ে নি’কৃষ্ট ব’র্বর হিং’স্র হা’য়েনা ই’হু’দী জা’তি ই’স’রাইল।
ভ’য়াবহ এ বি’মান হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস।
আজ রোববার (২০ অক্টোবর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।।
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি সামরিক বাহিনীর বি’মান হামলার শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারী ও শিশুসহ কমপক্ষে কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের উত্তর গাজায় আমাদের সাধারণ জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ভয়াবহ নির্মম অভিযান চালাচ্ছে দ’খলদার ই’সরাইল। ইসরাইলি বাহিনী উত্তর গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।