আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, স্বৈরাচার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি মিথ্যাচার করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতির পদে তার থাকার অধিকার নেই।
আজ সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আইন উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি এটা মিথ্যাচার, এটা বলে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন।
জাতির উদ্দেশে ৫ আগস্ট ভাষণে রাষ্ট্রপতি পরিষ্কার করে বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমি তা তিনি গ্রহণও করেছেন।
আসিফ নজরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং সেটা তিনি গ্রহণও করেছেন। এতদিন পর এ ধরনের কথা বলে তিনি তার শপথ ভঙ্গ করেছেন, স্ববিরোধী মতামত দিয়েছেন। এ ধরনের কথা বলার পর রাষ্ট্রপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন, তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে। রাষ্ট্রপতি মানসিকভাবে সুস্থ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।